মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ :জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার খাজাঞ্চি ষ্টেশন সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। .
.
রবিবার সকালে প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী। এতে ৫২ টি ইভেন্টে খাজাঞ্চি ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১শ প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় আর্থিক ভাবে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলার ফলিক আহমদ চৌধুরী ছালিক।.
.
শেষাংশে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সোহেল রানা'র সভাপতিত্বে,অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। .
.
তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ'র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কবির আহমদ কুব্বার, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আজম আলী, রহিমপুর সপ্রাবি এর প্রধান শিক্ষক আ হ ম গোলাম রব হাসনু, সহকারি শিক্ষক সোহেল মিয়া। .
.
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, কৃষ্ণ কান্ত মালাকার, রাতুল চন্দ্র তালুকদার, সুভাষ দাস, অনীমা রানী দাস, শাহনাজ পারুল, বীথি রানী তালুকদার, আবু সায়েম ( ভার : প্রশি)।.
.
সহকারী শিক্ষক আলীম উদ্দিন , শাহীন আহমদ, সন্জিত দেব,মুরাদ আজিজ জগলু, আলীম উদ্দিন -২, শিপন দাস,শাওন তালুকদার, শাহিন মিয়া,আব্দুল ওয়াহিদ, আব্দুস সামাদ, মনিকা সরকার,আয়শা বেগম,কাবেরী ভট্রাচার্য,পলি রায়,আঁখি বনিক,শংকরী দাস,জবা রানী,সাজনা বেগম,শিল্পী বেগম, স্বপ্না বেগম,বিলকিস বেগম,তমা বেগম প্রমুখ।.
.
এসময় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: